Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বাংলাবান্ধা স্থলবন্দর, তেঁতুলিয়া, পঞ্চগড় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম । “এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে”


উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বাংলাবান্ধা স্থলবন্দরের সংক্ষিপ্ত পরিচিতি ও আমদানি রপ্তানি কার্যক্রমের প্রতিবেদন

এক নজরে :

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, স্থল বন্দর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাবান্ধা, পঞ্চগড় ।

স্থাপিতঃ ১৮/0৪/২০০৪ খ্রিঃ

জনবল পদায়নঃ 0৬/১0/২0১0 খ্রিঃ (কর্মকর্তা)

Destructive Insects & Pests Rules-1966 (Plant Quarantine) amended up to July-1989 এর প্রদত্ত ক্ষমতা বলে 

পরিচালক, উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মহোদয়ের প্রদত্ত স্মারক নং-৩৪৩৩, 

তারিখ-১৮/08/২০০৪ আদেশ বলে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, স্থল বন্দর, বাংলাবান্ধা, পঞ্চগড়  এর সরকারি কার্যক্রম 

পরিচালিত হয়ে আসছে।

ভূমিকাঃ 

উদ্ভিদ সংগনিরোধ (Plant Quarantine) কি  কেন ? 

আমদানি  রপ্তানি কার্যক্রমে উদ্ভিদ  উদ্ভিদজাত পণ্যের সাথে পরিবাহিত ধ্বংসাত্মক বা ক্ষতিকর পোকামাকড়  

রোগবালাইয়ের জীবানু যথাক্রমে দেশের অভ্যন্তরে  অন্যান্য দেশে অনুপ্রবেশ  বিস্তার রোধ করার আইনানুগ ব্যবস্থা 

গ্রহণ করাই হচ্ছে উদ্ভিদ সংগনিরোধ (Plant Quarantine) ইটালিয়ান শব্দ Quaranta or Forty থেকে Quarantine শব্দটির 

উৎপত্তি। Quaranta or Forty অর্থ চল্লিশ (৪০) দিন। সংগনিরোধ প্রথা চুর্তুদশ শতাব্দিতেও বলবৎ ছিল।তখন অবশ্য এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র মানুষের রোগ সংক্রমণ বন্ধ করা। সে সময় বিদেশি জাহাজ কোন দেশের 

বন্দরে ভিড়লে সেটিকে ৪০ দিন বহিনোংগরে আটক রাখা হতএর মূল উদ্দেশ্যে 

ছিল জাহাজ সহ আগত যাত্রী  নাবিকেরা যদি তাদের শরীরে করে কোন জীবাণু বহন করে নিয়ে আসে তাহলে এই চল্লিশ 

দিন সীমার মধ্যে তা প্রকাশ পাবে এবং উপযুক্ত চিকিৎসার দ্বারা উহা দেশের অভ্যন্তরে প্রবেশের পূর্বই শোধন করা হয়।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বাংলাবান্দা স্থলবন্দরের প্রধান কার্যক্রম সমূহ:-

অন্য দেশ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সংগনিরোধ বালাইয়ের অনুপ্রবেশ রোধে উদ্ভিদ বা উদ্ভিদ জাত দ্রব্যাদি , উপকারী 

জীবাণু এবং প্যাকিং দ্যব্যাদির আমদানি নিয়ন্ত্রণ করা;

আর্ন্তজাতিক চুক্তিসমূহের সাথে সঙ্গতি রাখিয়া এবং আমদানিকারক দেশের উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা চাহিদা মোতাবেক উদ্ভিদ বা 

উদ্ভিদজাত পণ্য, উপকারী জীবাণু এবং প্যাকিং দ্রব্যাদির নিয়ন্ত্রণ করা।

                    বাংলাবান্ধা রোড, তেতুঁলিয়া--ফুলবাড়ি, শিলিগুড়ি সড়কপথ

১। আমদানিযোগ্য পণ্য:

(১) (ক) জাতীয় রাজস্ব রোর্ডের প্রজ্ঞাপন নং ৩৪৬/ডি/কাস/৭৭ তারিখ: ২৪/০৫/১৯৭৭এ বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ভূটানে 

উৎপাদিত ও প্রক্রিয়াজত সকল পণ্য (সুতা ও আলু ব্যতীত)  এবং নেপালে উৎপদিত ও প্রক্রিয়াজাত সকল পণ্য ও বন্ডেড  প্রতিষ্ঠা

 কর্তৃক আমদানিকৃত এক্রাইলিক সূতা (অন্যান্য সুতা ও আলু ব্যতীত) ।

(খ) ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার বোর্ড, মাছ, সুতা, আলু

 (HS Code 0701.90.19 ও 0701.90.29) জুস, গুঁড়া দুধ, টোবাকো (প্রতিষ্টিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান 

কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয় তামাক  ডাঁটা ব্যতীত), রেডিও টিভি পার্টস, সাইকেল পার্টস, মোটর পার্টস ফরমিকা শিট, 

সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার  মার্বেল স্লাব অ্যান্ড টাইলস, মিক্সড ফেব্রিক্স ব্যতীত অন্যান্য সকল

 প্রকার আমদানিতব্য পণ্য।

২। রপ্তানিযোগ্য পণ্যঃ সকল পণ্য।